নেপালে চলমান জেন-জি বিক্ষোভের মধ্যে চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির একজন মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের ফেলা রেসকিউ স্লিং (দড়ি) ধরে পালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার একটি বাড়ির উপর মাটি থেকে সামান্য ওপরে অবস্থান করছে। হেলিকপ্টার থেকে নামানো দড়ি আঁকড়ে ধরে একজন মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। চারপাশে তখন আকাশে ঘন কালো ধোঁয়া ও উত্তেজনাপূর্ণ পরিবেশ স্পষ্টভাবে দৃশ্যমান।
নেপালে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য বড় শহর। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছেন একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বাসভবন। অনেককে প্রকাশ্যে হেনস্তা ও লাঞ্ছিতও করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ ধরনের নিরাপত্তাহীনতার কারণেই কেউ কেউ সেনাবাহিনীর সহায়তায় পালানোর পথ বেছে নিচ্ছেন।
জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনের সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে। দ্রুত তা ছড়িয়ে পড়ে সারা দেশে। মঙ্গলবার দিনভর সরকারি-বেসরকারি বহু স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। চাপে পড়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি কারফিউ জারি করা হয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।