মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গ্যাস পরিবহনকারী একটি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বুধবার (১০ সেপ্টেম্বর) সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরই ঘটে বিস্ফোরণ এবং মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এতে মহাসড়কে থাকা আরও অন্তত ৩০টি যানবাহন আগুনে পুড়ে যায়।
জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়।
বিস্ফোরণে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইতোমধ্যে দুর্ঘটনায় পুড়ে যাওয়া যানবাহন এবং গ্যাসবাহী ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে ট্রাকটি উল্টে গিয়ে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মেক্সিকোর নিরাপত্তা বিভাগ।