গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইসরায়েলের কঠোর শর্তে। কাতার ও মিসরের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাস সম্মত হলেও, ইসরায়েল বলছে—সব বন্দিকে একসাথে মুক্তি না দিলে তারা কোনো চুক্তিতে রাজি নয়।
প্রস্তাবে প্রাথমিকভাবে ১০ জীবিত ও ১৮ মৃত বন্দি মুক্তির কথা থাকলেও ইসরায়েল চায় পূর্ণ মুক্তি ও যুদ্ধের সমাপ্তি একসঙ্গে হোক। নেতানিয়াহু ডানপন্থিদের চাপের মুখে রয়েছেন, যারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে।
অন্যদিকে, বন্দি পরিবারের সদস্য ও সাধারণ জনগণ দ্রুত সমঝোতা করে যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন।
হামাস বলছে, প্রস্তাব তারা সংশোধন ছাড়াই মেনে নিয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।