Skip to Content

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ৩৭% বাংলাদেশি

August 26, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশই বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জুন পর্যন্ত ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি অস্থায়ী ওয়ার্ক পারমিট নিয়ে মালয়েশিয়ায় কাজ করছেন।

২০২২ সালে কোভিড-১৯ পরবর্তী সময়ে সীমান্ত খোলার পর মালয়েশিয়ায় নতুন করে ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেন। আর ২০২৩ সালে চালু হওয়া ‘ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান’-এর মাধ্যমে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি শ্রমিক যান সে দেশে।

মালয়েশিয়ার সংসদে দেওয়া এক লিখিত জবাবে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি স্বল্পদক্ষ শ্রমিক সরবরাহ করছে বাংলাদেশ। এ ছাড়া অতিরিক্ত সময় থাকার কারণে ৭৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

Editorialnews24 August 26, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages