মার্কিন পতাকা পোড়ানোকে অপরাধ হিসেবে ঘোষণা করে নতুন নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, কেউ পতাকা পোড়ালে তাকে ১ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, কোনো আগাম মুক্তি বা শাস্তি হ্রাসের সুযোগ থাকবে না।
যদিও ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পতাকা পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে রায় দিয়েছিল, ট্রাম্পের দাবি—এটি আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে।
নির্বাহী আদেশে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক পতাকা পোড়ালে তার ভিসা বাতিলসহ বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষাকারী সংগঠনগুলো। তাদের মতে, এটি সংবিধান লঙ্ঘন ও নাগরিক অধিকারের পরিপন্থী।
মার্কিন অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, এ ধরনের ঘটনায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে। যদিও ট্রাম্প প্রশাসনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি।