কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে আবারও ১১ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি জানান, মাছ ধরে ফেরার পথে অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং ছয়জন রোহিঙ্গা।
এর আগেও তার একটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হলেও এখনও তারা ফেরেনি বলে জানান তিনি।
টেকনাফ ইউএনও শেখ এহেসান উদ্দিন বলেন, ঘটনাটি আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। জেলেদের সতর্কভাবে মাছ ধরার এবং সীমান্ত অতিক্রম না করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত এক সপ্তাহে মোট ৫১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এতে জেলেদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে।