সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়, প্রতিষ্ঠানটি কুয়েতের জন্য মোট ১০০ জন নার্স নিয়োগ দেবে। এ নিয়োগ প্রক্রিয়ায় ইংরেজি ভাষায় দক্ষতা এবং নার্সিং পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ৩৯ বছরের মধ্যে হতে হবে। চাকরির ধরন হবে তিন মাসের শিক্ষানবিশকাল শেষে তিন বছরের জন্য নবায়নযোগ্য, যেখানে বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা থাকবে।
নিয়োগপ্রাপ্ত নার্সদের মধ্যে বিএসসি পাস পুরুষ নার্স ২০ জন, নারী নার্স ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স ১০ জন ও নারী নার্স ৪০ জন থাকবেন। প্রত্যেকের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া গালফ অনুমোদিত মেডিকেল সেন্টার (GAMCA) থেকে স্বাস্থ্য পরীক্ষা, কুয়েত দূতাবাস ঢাকা থেকে ভিসা স্ট্যাম্পিং এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকে নিজ খরচে বহন করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক প্রার্থীর Basic Life Support (BLS) প্রশিক্ষণের বৈধ সনদ থাকা বাধ্যতামূলক। আগ্রহী প্রার্থীদেরকে https://brms.boesl.gov.bd
লিংকে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, নার্সিং রেজিস্ট্রেশন সনদ এবং পাসপোর্টের রঙিন কপি সংযুক্ত করে একটি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলটি ওয়েবসাইটের ‘Work Experience’ অংশের ‘Upload Personal’ বিভাগে অবশ্যই আপলোড করতে হবে।