Skip to Content

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শাহবাগ অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১১টা থেকে এই অবরোধ শুরু হলে শাহবাগমুখী চারটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন। পরে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন তারা।

এই কর্মসূচিতে বুয়েট ছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সকালের কর্মসূচিতে তারা শাহবাগ মোড় অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মার্চ করার ঘোষণা দেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তাদের তিনটি প্রধান দাবি হচ্ছে— সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদে নিয়োগে বাধ্যতামূলকভাবে বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং সবাইকে সমান নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে, কোনো ধরনের কোটা বা সমমান পদ তৈরির সুযোগ রাখা যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য নিয়োগ পরীক্ষা উন্মুক্ত রাখতে হবে; এবং বিএসসি ছাড়া কেউ যেন ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার না করতে পারে, সেজন্য আইনগত ব্যবস্থা গ্রহণ ও নন-অ্যাক্রেডিটেড কোর্সগুলোকে IEB-এর আওতায় আনতে হবে।

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages