ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা এর আগে হাইওয়ে পুলিশে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাড়ে চার মাস ধরে ডিবিপ্রধানের পদটি শূন্য ছিল।
শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৯ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন।
কর্মজীবনে তিনি লক্ষ্মীপুরে এএসপি এবং চট্টগ্রাম মেট্রোপলিটনে এসি পদে দায়িত্ব পালন করেন।