ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, রোডম্যাপের সবকিছু চূড়ান্ত হয়েছে এবং কমিশন তা অনুমোদনও দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
ইসি সূত্রে জানা গেছে, রোডম্যাপে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, পর্যবেক্ষণ, আরপিও সংস্কার, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটসহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এখন যেকোনো সময় এটি প্রকাশ করা হবে।