সরকারি কর্মচারীদের চিকিৎসা, দাফন ও কল্যাণ ভাতাসহ বিভিন্ন অনুদানের হার পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জটিল রোগে চিকিৎসা অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ এবং সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কর্মচারীর মৃত্যুতে দাফন অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং পরিবারের সদস্যের ক্ষেত্রে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া যৌথ বিমার এককালীন অনুদান ২ লাখ থেকে ৩ লাখ এবং মাসিক কল্যাণ ভাতা ২ হাজার থেকে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সব অনুদান বিদ্যমান বরাদ্দ ও নিজস্ব অর্থায়নের মধ্যে সীমিত থাকবে, অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।