নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে (৫০) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বীর আহমদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কাউসার সাবেক যুবলীগ নেতা এবং ২০২২ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
মনোহরদী থানার ওসি (তদন্ত) জানান, তিনি ওই মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।