বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘যমুনাতে যেতে বাধা দেওয়ায় এখনই পদত্যাগ দাবি উঠেছে। যদি আইনগত ব্যবস্থা নেই, তাহলে দেশেই থাকা যাবে না।’
বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ২ পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
ঘটনার পর শিক্ষার্থীদের ওপর পুলিশের ব্যবহারে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।