তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার পর তারা গোলচত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
এর আগে তারা ডিএমপি কার্যালয়ের উদ্দেশে শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর হয়ে মিছিল করেন।
দাবিগুলো হলো:
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' না লেখা
২. ডিপ্লোমাধারীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া
৩. দশম গ্রেডে নিয়োগে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার
এর আগে তারা শাহবাগে টানা দুই দিন অবরোধ কর্মসূচি পালন করেছেন।