Skip to Content

দেশজুড়ে চিকিৎসা সেবায় বড় পরিবর্তন: ৯৪২ চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি

August 23, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

দেশজুড়ে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে জুনিয়র কনসালট্যান্ট পদে ৯৪২ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৭ আগস্ট) জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।


স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেড (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) অনুযায়ী জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের বর্তমান কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

তাদের আগামী ১৩ আগস্টের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি অথবাper3@hsd.gov.bd) যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।


যেসব কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে, তাদের বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নতুন করে পদায়ন না হওয়া পর্যন্ত কেউ বদলি, পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। যারা লিয়েন, প্রেষণ বা শিক্ষা ছুটিতে রয়েছেন, তাদের ছুটি শেষে যোগদানের পর এই পদোন্নতি কার্যকর হবে।


এছাড়া ভবিষ্যতে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ। ই-মেই

Editorialnews24 August 23, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages