ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের উপহার বিতরণ, আপ্যায়ন, আর্থিক সহযোগিতা কিংবা কোনো ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা তাদের সমর্থকগণ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। উপঢৌকন বিলি, আপ্যায়ন বা অর্থ সাহায্য করার মতো কাজগুলো আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এ ছাড়া বৃহস্পতিবার রাতে দেওয়া আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রার্থীর প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তারা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আপিল গ্রহণযোগ্য হবে না।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।