উপকূলে ঝড়ের শঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর এবং বিভিন্ন নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ছত্রিশগড় ও আশপাশে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, খুলনা, বরিশালসহ কয়েকটি অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।