বাংলাদেশে বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমে যাচ্ছে বলে জানিয়েছে নতুন এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই)। আজ ২৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ধূমপান গড় আয়ু কমায় ২ বছর, পুষ্টিহীনতা কমায় ১.৪ বছর, তবে শুধু বায়ুদূষণেই আয়ু কমছে সবচেয়ে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সবচেয়ে দূষিত এলাকা গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় বসবাসকারীদের আয়ু কমে ৬.৫ বছর।
১৬ কোটিরও বেশি মানুষ এমন এলাকায় বাস করছে যেখানে দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়েও অনেক বেশি। এমনকি সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও দূষণের মাত্রা নির্দেশনার সাতগুণ।
১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে কণা দূষণ বেড়েছে ৬৬ শতাংশ, যা জীবনকাল কমিয়েছে আরও ২.৪ বছর।
এশিয়া জুড়েই বায়ুদূষণ বাড়ছে। দক্ষিণ এশিয়ায় গড় আয়ু কমছে ৩ বছর, কিছু এলাকায় ৮ বছরের বেশি।
বিশ্বজুড়ে বায়ুদূষণই এখন মানুষের আয়ু হ্রাসের প্রধান কারণ বলে জানিয়েছে একিউএলআই।