গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী সুমন মিয়াকে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর একাধিক স্থানে কয়েকবার হামলার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। শেষ পর্যন্ত টেংরা মোড়ে পুলিশকে মারধর করে আসামিকে নিয়ে পালায়।
শ্রীপুর থানার ওসি জানান, ঘটনার তদন্ত ও সুমনকে ধরতে অভিযান চলছে।