কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোররা হলেন হাবিবুল আবছার (১৬) ও মোহাম্মদ সাঈম (১৫)। তারা মনখালীর বাসিন্দা এবং মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছয়জন কিশোর একসঙ্গে সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ জোয়ারের স্রোতে দুজন তলিয়ে যায়।
ঘটনার পরপরই ইনানী পুলিশ ফাঁড়ি ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু হয়েছে।
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় রেখে অভিযান চালানো হচ্ছে এবং পরিবার-স্থানীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।