ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন, জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান। শনিবার (৩০ আগস্ট) নুরের শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিকে, নুরুল হক নুরের চিকিৎসার জন্য ঢামেক একটি ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করেছে। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা নিয়ে আলোচনা করবে, তবে বোর্ডের সদস্যদের নাম এখনও জানা যায়নি।
নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরুল হক নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ সাংবাদিকদের জানান, গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহিরাগতরা হামলা চালায়। তারা দাবি করেন, হামলার পেছনে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে।