আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম বিষয়ক কমিশন গঠন করেছে, যার মাধ্যমে বিগত সরকারের আমলে গুমের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
শনিবার ঢাকায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গুম সংক্রান্ত কমিশন ও জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের ঢাকা অফিস যৌথভাবে এ বৈঠক আয়োজন করে।
আইন উপদেষ্টা আরও জানান, সরকার জাতিসংঘের সঙ্গে গুম প্রতিরোধ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে, যার লক্ষ্য দেশে আর গুমের ঘটনা না ঘটানো। তিনি গুম কমিশনের সুষ্ঠু কার্যক্রম এবং একাউন্টিবিলিটি মেকানিজম প্রতিষ্ঠারও আশ্বাস দেন, যাতে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হয়।
এছাড়া, তিনি ২০ হাজার মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহারের কথা উল্লেখ করে বলেন, নির্দোষ ব্যক্তি যদি কোনো হয়রানিমূলক মামলার শিকার হয়ে থাকেন, তাহলে তা দ্রুত সমাধান করা হবে।
শিল্প উপদেষ্টা আদিলুল রহমান খান বলেন, গুমের প্রমাণ থাকা সত্ত্বেও বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তারা। গুম কমিশন ইতোমধ্যে দুটি প্রতিবেদন দিয়েছে, তবে তাদের কাজ এখানেই শেষ হয়নি। তিনি আশা প্রকাশ করেন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের বিচার প্রক্রিয়ায় সুনির্দিষ্ট পথ দেখাবে মানবাধিকার হাইকমিশন এবং গুম কমিশন।
বৈঠকে সিআইইডির সদস্য ড. নাবিলা ইদ্রিস গুমের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে গুমের পদ্ধতি, কতজন গুম হয়েছে এবং গুমের স্থান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।