সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা আরও সংগঠিত ও সমন্বিত হওয়া জরুরি।
তিনি জানান, এমন একটি নির্বাচন উপহার দিতে চান যা নিরাপত্তা, ভোটার উপস্থিতি ও আন্তর্জাতিক আস্থার দিক থেকে দৃষ্টান্ত হবে।
জবাবে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।