মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে ছয়জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়।
মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে মঙ্গলবার।
এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের (পলাতক) পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন আমির হোসেন। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন যায়েদ বিন আমজাদ।
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল-১ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। এরপর সাবেক আইজিপি মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হন।
এ মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলছে। একটি আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের অভিযোগে, আরেকটি ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরের ঘটনার ঘটনায়।
২০২4 সালের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার আন্দোলন দমনকালে সংঘটিত alleged মানবতাবিরোধী অপরাধ নিয়ে দুইটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।