রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখায় ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একজন ইংরেজি শিক্ষিকার বিরুদ্ধে।
অভিভাবকদের অভিযোগ, গত রোববার (২৪ আগস্ট) শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার হিজাব পরা ছাত্রীদের ড্রেস কোড না মানার অজুহাতে ক্লাস থেকে বের করে দেন। এ সময় শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপেশাদার আচরণও করেন বলে অভিযোগ রয়েছে।
তবে শিক্ষিকা ফজিলাতুন নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, “স্কুলে নির্ধারিত পোশাকবিধি অনুযায়ী যারা পর্দা করতে চায়, তাদের সাদা স্কার্ফ পরতে হয়। কিন্তু অনেকেই নিয়ম ভেঙে সাধারণ ওড়না পরে এসেছিল। তাই আমি নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছি।”
ঘটনাটি ঘিরে শিক্ষার্থীদের অভিভাবক ও সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই প্রতিষ্ঠানে শিক্ষকরা ভিন্ন ভিন্ন নিয়ম মানায় শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অনেকেই মন্তব্য করছেন।
স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “বসুন্ধরা শাখার প্রধানের সঙ্গে আলোচনা করেছি। একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”