ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান ডাকসু নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল বিষয়গুলোতে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং, তবে আমরা ছাত্রদের ভালো সাড়া পেয়েছি। মামলা-মোকদ্দমা বাধা হলেও তা মোকাবেলা করা হচ্ছে।’
ভিসি আরও বলেন, ‘৯ সেপ্টেম্বর নির্বাচনে কোনো বাধা নেই, তবে আগামীকাল রিটের শুনানি রয়েছে। বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তার জন্য বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে।’
তিনি সবাইকে ধৈর্য ধরে ভুল কথাবার্তা থেকে বিরত থেকে তথ্য উন্মুক্ত করতে এবং মূল জিনিসে মনোযোগ দিতে অনুরোধ করেন।