চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট থেকে রেলগেইট পর্যন্ত সড়কের দুই পাশে ১৪৪ ধারা আরও একদিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
সোমবার সন্ধ্যায় হাটহাজারী ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ নির্দেশনা জারি করেন।
১৪৪ ধারার আওতায় নির্ধারিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, জমায়েত, অস্ত্র বহন ও পাঁচজনের বেশি একত্র হওয়া নিষিদ্ধ থাকবে।
ক্যাম্পাসের আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আদেশটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।