প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং এতে অন্য দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, যারা অন্তর্বর্তী সরকারের নির্বাচন সফল করতে চায় না, তারা বাধা সৃষ্টি করবে; তাই সতর্ক থাকতে হবে।
ড. ইউনূস বলেন, এই নির্বাচন হবে দেশের জনগণের জন্য, ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে এবং এটি ভবিষ্যতের বাংলাদেশ গঠনের মাইলফলক হবে।
তিনি দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।