গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুর রহমানের লাশ ৪ দিন পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত দিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাটে তার দাফন সম্পন্ন হয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাত ১টার দিকে ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও পুলিশ লাশ গ্রহণ করে।
আব্দুর ২৯ আগস্ট ভারতের সীমান্তের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয়রা বিএসএফের গুলির দায় দিচ্ছেন।
বিএসএফ ময়নাতদন্তের অজুহাতে লাশ হস্তান্তরে বিলম্ব করলেও শেষমেশ শূন্যরেখায় কফিনবন্দি লাশ তুলে দেয়।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, বিজিবি, পুলিশ ও জনপ্রতিনিধিরা সীমান্তে অপেক্ষা করছিলেন। পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।