মাদারীপুরের শিবচরে মাকে অজ্ঞান করে তিন মাসের শিশু মারিয়ামকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম স্থানীয় মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
স্বজনদের ভাষ্যমতে, মা কানুন আক্তার সকালে শিশুকে নিয়ে বাইরে বের হন। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় ফিরে আসেন, কিন্তু শিশু মারিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। জ্ঞান ফিরলে কানুন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে থানায় খবর দেওয়া হয়।
প্রতিবেশীরা ধারণা করছেন, এটি অজ্ঞান পার্টির কাজ। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
শিশুটির বাবা বলেন, “আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি তার খোঁজ চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটির মায়ের আসা-যাওয়ার সময়ের মধ্যে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারে কাজ করছে পুলিশের একাধিক টিম।