চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাটহাজারী থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে এবং ৫ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ ও ৩১ আগস্ট জোবরা এলাকায় শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, যার উদ্দেশ্য ছিল হত্যা ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ধ্বংস।
এ ছাড়া সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া রড, দা, রামদা ও ছুরিসহ ১৩০টি দেশীয় অস্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্রগুলো ৫ আগস্টের পর হল থেকে জব্দ করা হয়েছিল, যা সংঘর্ষে ব্যবহৃত হয়।
মামলাটি হাটহাজারী থানায় রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।