চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে ভার্চুয়ালি অংশ নেন ২০ আসামি। আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিন।
বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের প্রতিবেদনে এজাহারভুক্ত তিনজনের নাম-ঠিকানা সঠিক না পাওয়ায় এবং তাদের সংশ্লিষ্টতা না থাকায় অব্যাহতির সুপারিশ করা হয়। তবে তদন্তে সুকান্ত দত্ত নামের একজনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে নতুন করে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। আদালত সেই আবেদন গ্রহণ করে সুকান্তসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমানে ২০ জন আসামি গ্রেফতার রয়েছেন, বাকিরা পলাতক।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের জামিন শুনানি ঘিরে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্তে আরও ১০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।