জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে মালিকপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে। সেখানে ভুল স্বীকার করে মালিকপক্ষ মুচলেকা দেয় এবং ভুক্তভোগী ছাত্রীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়।
প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, মালিকপক্ষ ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার রাতে টিউশন শেষে বাসে ওঠার সময় হেলপার জাহাঙ্গীরনগর বলার পরও ছাত্রী হালিমা খাতুনকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি পায়ে আঘাত পান।
ঘটনার পর হালিমা ফেসবুকে লিখেন, এর আগেও তাকে এ ধরনের ঘটনার শিকার হতে হয়েছে।