Skip to Content

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৫

September 3, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৭৮ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বাইরে বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তরে ৫৯ জন, দক্ষিণে ৮৭ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ৬ জন ও সিলেটে ৩ জন রয়েছেন।

এ সময়ে ৪১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ৩১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ৫৯.৮ শতাংশ এবং নারী ৪০.২ শতাংশ। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৭ জন।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে আক্রান্ত ছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন।

Editorialnews24 September 3, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages