সাত বছর পর আবারও একত্রিত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’।
বিভক্তির পর দায়িত্ব ও সুযোগ-সুবিধা নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায়, অন্তর্বর্তী সরকার আগের কাঠামোতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।