দীর্ঘ ১৭ বছর পর হকারদের দখল থেকে মুক্ত হয়েছে জুরাইন রেলগেট এলাকা। গত এক সপ্তাহ ধরে ট্রাফিক ইনস্পেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে চলা অভিযানে রেলগেটের দুই পাশের হকারদের উচ্ছেদ করা হয়েছে।
রফিকুল ইসলাম জানান, সড়ক দখল করে হকারদের অবস্থানের কারণে এলাকায় যানজট ও জনদুর্ভোগ ছিল常। অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) সারওয়ার হোসেনের নির্দেশনায় অভিযান চালিয়ে এলাকা হকারমুক্ত করা হয়েছে।
এখন স্বাভাবিকভাবে যান ও জনচলাচল সম্ভব হচ্ছে, আর স্থানীয়রা এই উদ্যোগে সন্তুষ্ট।