দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে সাইফুজ্জামান দুবাইয়ের বিভিন্ন এলাকায়—including বুর্জ খলিফা—মোট ২২৬টি ফ্ল্যাট কিনেছেন, যার মূল্য প্রায় ৩৩ কোটি দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ কোটি)। তার স্ত্রী রুকমীলার নামেও দুবাইয়ে দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে।
এ ছাড়া তাদের নামে দুবাইয়ের বিভিন্ন ব্যাংকে চারটি হিসাবের লেনদেন পাওয়া গেছে, যার পরিমাণ প্রায় ৩১১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশে বিনিয়োগ বা সম্পত্তি কেনার জন্য তারা কোনো সরকারি অনুমতি নেননি। তাই অর্থপাচারের অভিযোগে সাইফুজ্জামান, তার স্ত্রী এবং আরও ৫–৭ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেছে সিআইডি।