আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ডিআইজি কাজী জিয়া উদ্দিন।
শুক্রবার তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে।
এরইমধ্যে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার তৈরির পরিকল্পনা রয়েছে, যারা সারাদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন।
পুলিশের ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণে থাকবে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, প্রামাণ্যচিত্র, ফিল্ম ও বুকলেট।
ডিআইজি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বাস্তবভিত্তিক মহড়াও থাকবে। প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে রাজারবাগে, চলতি সপ্তাহেই।