ডাকসুর জিএস প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদারের বিরুদ্ধে ২০২২ সালের একটি ছাত্রলীগ কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সেই অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে রাকিব লেখেন, “আবু বাকের ছাত্রলীগের পতাকাতলে আশ্রয় নিয়েছিলেন।”
তিনি বলেন, “যখন অনেকে দেশের পক্ষে লড়ছিল, তখন আবু বাকের বিজ্ঞান কর্মশালার মতো কর্মসূচিতে অংশ নিয়ে খুনি হাসিনার জন্মদিন পালন করছিলেন।”
রাকিবের অভিযোগ, ছবিটি প্রমাণ করে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য ছিল।