শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা (৩৮) নামে এক অটোরিকশাচালকের দুই চোখ উপড়ে ফেলার এবং হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৬ সেপ্টেম্বর) মোহর আলী শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রমজানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুমনের বাড়িতে আগুন দেয়, যাতে তিনটি ঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়।
পুলিশ জানায়, সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ২০ মামলার আসামি। জনতা তার এক সহযোগীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের অভিযোগ, সুমনের বিরুদ্ধে কেউ সাহস করে কথা বলত না, এবার তিনি চরম নির্মমতার পরিচয় দিয়েছেন। আহত রমজানের পরিবার সঠিক বিচার দাবি করেছে।