Skip to Content

ছেলে-মেয়েরা সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়তে পারে: শারমীন এস মুরশিদ

September 6, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখেছে। বিশেষ করে সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৯৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শারমীন মুরশিদ বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে মেয়েদের ৭০ শতাংশ অংশগ্রহণ প্রমাণ করে, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। কিন্তু দুঃখজনকভাবে তারা এখনো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন সময়মতো হবে। তবে অতিরিক্ত সহিংসতা হলে তা বাধাগ্রস্ত হতে পারে। তাই পুলিশ ও জনগণকে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করছে। আর আগামী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ১৬ বছরের অনিয়ম এক বছরে দূর করা সম্ভব নয়, তবে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান—দু’পক্ষেরই দায়িত্ব শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তোলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।

Editorialnews24 September 6, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages