সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম (জুন-আগস্ট) চলাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া আহরণ করে পাচারের সময় ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযান। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বিকেলে কয়রা স্টেশন ও বন বিভাগের যৌথ দল কপোতাক্ষ নদের ঘড়িলাল বাজার ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে ৮৫০ কেজি নিষিদ্ধ সময়ে আহরিত কাঁকড়া জব্দ করা হয়।
কোস্টগার্ড ও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিসুর রহমান জানান, জব্দ করা কাঁকড়া আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।