আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এর আগে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
এই মামলায় আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং মামুনের পক্ষে ছিলেন আলাদা আইনজীবী।
গত ১০ জুলাই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে, যার একটিতে গুম-খুন এবং অন্যটিতে শাপলা চত্বরের ঘটনায় তাকে আসামি করা হয়েছে।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠে এবং এসব নিয়ে ট্রাইব্যুনালে বিচার চলছে।