Skip to Content

চট্টগ্রামে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার

September 9, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় কাভার্ডভ্যানচালক সিয়াম খানকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সিয়াম বরিশালের সদর উপজেলার বাসিন্দা।

১৮ আগস্ট ভোরে মাছ আনতে গিয়ে সীতাকুণ্ডের একটি পিকআপ সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং পরে হাসপাতালে আরও দুজন মারা যান। নিহতরা সবাই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, সিয়াম নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন এবং জিজ্ঞাসাবাদে দুর্ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে চট্টগ্রামের আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Editorialnews24 September 9, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages