যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষাবিদ ও পেশাজীবীরা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংগঠিত একটি পরিকল্পিত সহিংসতা।
বিবৃতিতে বলা হয়, মাহফুজ আলমকে তাঁর অবস্থান ও মতাদর্শের কারণেই টার্গেট করা হয়েছে। এই হামলা গণতান্ত্রিক কণ্ঠরোধের একটি অংশ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একইসঙ্গে বাংলাদেশ রাষ্ট্র ও নাগরিক সমাজের নিরবতার সমালোচনা করে বলা হয়, এই নিষ্ক্রিয়তা ফ্যাসিবাদী শক্তিকে আরও সাহসী করে তুলছে।
নিন্দাকারীরা ১৯৭১-এর চেতনার অপব্যবহার করে মত প্রকাশের স্বাধীনতা দমন চেষ্টার বিরুদ্ধেও সতর্ক করেন। একইসঙ্গে তারা দেশে ও প্রবাসে সকল প্রগতিশীল শক্তিকে এ ধরনের হামলার প্রতিবাদ এবং গণতান্ত্রিক কণ্ঠস্বরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, মালয়েশিয়া, জাপানসহ দেশি-বিদেশি ৫৯ জনের বেশি শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও পেশাজীবী স্বাক্ষর করেছেন।