প্রতীক্ষিত আইফোন ১৭ অবশেষে বাজারে আসছে চলতি বছরের ৯ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গত মঙ্গলবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই দিন ক্যালিফোর্নিয়ায় তাদের সদর দপ্তরে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে নতুন আইফোন মডেল উন্মোচন করা হবে।
প্রতিবছরের মতো এবারও অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যদিও অ্যাপল বরাবরের মতো এবারের ইভেন্টে উন্মোচন হতে যাওয়া পণ্যের বিস্তারিত তথ্য জানায়নি, তবে প্রযুক্তি বিশ্লেষক ও বাজার পর্যবেক্ষকদের মতে, আইফোন ১৭ ছাড়াও এই ইভেন্টে অ্যাপল ওয়াচ, আইপ্যাড প্রো, এবং ভিশন প্রো-এর নতুন সংস্করণও প্রদর্শিত হতে পারে।
বিশেষ করে এই বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিকে কেন্দ্র করেই নতুন ফিচার ও উদ্ভাবনের দিকেই গুরুত্ব দিচ্ছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন ও অন্যান্য ডিভাইসেও এআইভিত্তিক প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা প্রকাশ করবে কোম্পানিটি।
এদিকে, প্রযুক্তি পণ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অ্যাপলের চিপস প্রস্তুতকারী নিজস্ব সাপ্লাই চেইন তৈরির ঘোষণার বিষয়টিও আলোচনায় এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই উদ্যোগের ফলে অ্যাপল আমদানি শুল্ক থেকে ছাড় পেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সূত্র: সিএনএন