বাংলা সিনেমার প্রশংসায় বলিউড তারকা অনুপম খের। যদিও নিয়মিত বাংলা সিনেমার দর্শক নন, তবুও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত নতুন ছবি ‘বেলা’ দেখে অভিভূত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি কলকাতায় এক বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত মাসে নিজের নতুন ছবি ‘তনভী দ্য গ্রেট’-এর বিশেষ স্ক্রিনিং উপলক্ষে কলকাতায় এসেছিলেন অনুপম খের। সেই সময় জানতে পারেন, একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার বন্ধু ঋতুপর্ণার নতুন ছবি ‘বেলা’।
নতুন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবিটি দেখতে কৌতূহল হয়েছিল তার। মাত্র ১৫ মিনিটের মতো সময় তিনি ছবিটি দেখলেও কাজের মান দেখে প্রশংসা করতে ভোলেননি। অনুপম বলেন, “নতুন পরিচালক হয়েও বেশ ভালো ছবি বানিয়েছেন অনিলাভ। আমার দেখতে ভালোই লেগেছে। বাংলায় অনেক ভালো কাজ হয়।”
তিনি আরও বলেন, “বাংলা ছবির প্রিমিয়ার এবং হিন্দি ছবির প্রিমিয়ারের মধ্যে কোনও পার্থক্য নেই। দুই ক্ষেত্রেই নতুন ছবির মুক্তিকে ঘিরে আনন্দ উদ্যাপন হয়।”
এদিকে, অনুপম খেরের আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ইতোমধ্যেই বিতর্কে জড়িয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, “ছবি ও বিতর্ক নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ভালো বলতে পারবেন। আমি শুধু আমার চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক আমাকে গান্ধীজির ভূমিকায় দেখতে পাবেন।”
অন্যদিকে, ভবিষ্যতে টালিউডে কাজ করার সম্ভাবনা প্রসঙ্গে অনুপম খের বলেন, “কেন নয়? আপনারা যদি প্রযোজকদের বলেন, তাহলে আমি তো রাজি আছি। ভালো চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।”