বিজ্ঞানীরা ইতিহাসের অন্যতম বড় ব্ল্যাক হোল সংঘর্ষ শনাক্ত করেছেন, যা ঘটেছে ২০২৩ সালের ২৩ নভেম্বর। যুক্তরাষ্ট্রের লিগো ডিটেক্টর মাত্র ০.১ সেকেন্ড স্থায়ী এই মহাজাগতিক তরঙ্গ শনাক্ত করে, যার নাম দেওয়া হয়েছে GW231123।
সংঘর্ষে অংশ নেয় সূর্যের ভরের ১০০ ও ১৪০ গুণ ওজনের দুটি ব্ল্যাক হোল। সংঘর্ষের ফলে তৈরি হয় একটি বিশাল ব্ল্যাক হোল, যার ভর সূর্যের ভরের ২৬৫ গুণেরও বেশি।
গবেষকরা বলছেন, এত বড় ব্ল্যাক হোল সাধারণ মৃত নক্ষত্র থেকে তৈরি হয় না। বরং একাধিক ব্ল্যাক হোলের ধারাবাহিক সংঘর্ষের ফলেই এ ধরনের ব্ল্যাক হোলের সৃষ্টি হতে পারে।
ঘটনাটি পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে ঘটায় এর কোনো প্রভাব নেই আমাদের ওপর। তবে এটি ব্ল্যাক হোল গঠনের ধারণায় নতুন দিক খুলে দিয়েছে।