গরমের সময়ে এসির ব্যবহার বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এসি বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এসি বিস্ফোরণের পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত তাপে কনডেনসারে চাপ সৃষ্টি, রেফ্রিজারেন্ট লিক হয়ে দাহ্য গ্যাস তৈরি হওয়া, ত্রুটিপূর্ণ বা পুরোনো তারের সংযোগ, ওভারলোড এবং শর্ট সার্কিট। এছাড়া কমপ্রেসারে অতিরিক্ত চাপ জমলেও বিস্ফোরণের আশঙ্কা বাড়ে।
এ ধরনের ঝুঁকি এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা অনুসরণ করা জরুরি। গরম শুরু হওয়ার আগে এসি নিয়মিত সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ করানো উচিত। এসি অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে সঠিকভাবে ইনস্টল করতে হবে। এক্সটেনশন কর্ড না ব্যবহার করে ডেডিকেটেড সার্কিট ব্যবহার করা নিরাপদ। এছাড়া বাহ্যিক ইউনিটের চারপাশে অন্তত দুই ফুট ফাঁকা জায়গা রাখা এবং দাহ্য পদার্থ দূরে রাখা জরুরি। এসিতে অস্বাভাবিক শব্দ বা গন্ধ পেলে অবিলম্বে বন্ধ করে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত।
এসির সঠিক ব্যবহার ও যত্নই পারে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সতর্কতা অবলম্বনের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নিরাপদ ও নিরবচ্ছিন্ন এসি ব্যবহার।