চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে সংঘর্ষের সময় নাইমুলকে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে চবি মেডিকেল সেন্টার থেকে চমেক ও পরে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন। সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।